প্রতিবেদন : শেষ পর্যন্ত বহু লড়াই করে উত্তরপ্রদেশের লখিমপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। দু’দিন আগে লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় ৪ জন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রাণ গিয়েছে আরও চারজন মানুষের। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে লখিমপুর। মঙ্গলবার বিকেলের দিকে লখিমপুর পৌঁছন তৃণমূলের এক প্রতিনিধি দল। এই দলে রয়েছেন সাংসদ দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, প্রতিমা মন্ডল, আবিররঞ্জন বিশ্বাস। এই প্রতিনিধি দল যাতে লখিমপুর যেতে না পারে সে জন্য সব ধরনের বাধা দেওয়ার চেষ্টা করে উত্তরপ্রদেশের পুলিশ। তবে তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁরা লখিমপুর অবশ্যই যাবেন। ক্ষমতা থাকলে পুলিশ আটকে দেখাক। শেষ পর্যন্ত জেলাশাসকের কিছুটা সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা লখিমপুর পৌঁছন। কৃষক পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সমবেদনা জানান।
এদিকে লখিমপুরকাণ্ড নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। লখিমপুরের ঘটনার পর কৃষকদের পাশে দাঁড়াতে সোমবার রওনা হয়েছিলেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন : খুনিদের আড়াল করছে নির্লজ্জ বিজেপি, ঘটনাস্থলে প্রতিবাদ তৃণমূলের
কিন্তু মাঝপথে সীতাপুরে তাঁকে আটক করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ। মঙ্গলবার প্রিয়াঙ্কাকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার আপ সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কাও। এই ভিডিওতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কীভাবে গাড়ি চালিয়ে কৃষকদের পিষে দিচ্ছে। প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী মোদি আপনি কি এই ভিডিওটি দেখেছেন। আমরা জানতে চাই, অভিযুক্ত আশিস মিশ্র কেন এখনও গ্রেফতার হয়নি? মন্ত্রীর ছেলে বলেই কি সে এখনও জেলের বাইরে? রাজনৈতিক দলের নেতা-নেত্রী এবং সাধারণ মানুষ লখিমপুর আসতে চাইলে আপনার পুলিশ তাদের গ্রেফতার করছে। অথচ মন্ত্রীর ছেলে চারজন মানুষকে পিষে মেরে ফেললেও তাকে আপনারা গ্রেফতার করছেন না। লখিমপুরের ঘটনার জন্য অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে কেন এখনও মন্ত্রিসভা থেকে সরানো হয়নি? এদিকে এদিন লখিমপুর যাওয়ার জন্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এলেও তাঁকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়।