‘আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প’‌, বিজেপি নেত্রীর মন্তব্যে সরব কুণাল ঘোষ

এই সামাজিক প্রকল্পটি বাংলার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ। অন্য অনেক রাজ্য এই ক্ষেত্রে বাংলাকে অনুসরণ করছে।

Must read

শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha election)। কিন্তু এর মধ্যেই প্রচারকালে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এমনই ভবিষ্যদ্বাণী করলেন বিজেপি নেত্রী। কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে। সোমবার কোচবিহারের একটি জনসভা থেকে বিজেপি মহিলা মোর্চার নেত্রীর এমন কথা রীতিমত বিতর্ক সৃষ্টি করেছে। তাঁর এই বিভ্রান্তিমূলক বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি যে প্রথম থেকেই নারী বিদ্বেষী সেই কথাই বার বার প্রকাশ্যে আসছে বলেও মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রী ও অভিষেকের সভা ও রোড-শো

সোমবার কোচবিহারের দিনহাটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন বিজেপির মহিলা মোর্চা নেত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার কথা বলেন। এই সামাজিক প্রকল্পটি বাংলার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ। অন্য অনেক রাজ্য এই ক্ষেত্রে বাংলাকে অনুসরণ করছে। বাংলার মহিলাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। এদিকে সেই বাংলায় বিজেপি নেত্রী সভা চলাকালীন এই প্রকল্পকে বন্ধ করে দেওয়ার কথা জানাচ্ছেন। শুধু তাই নয়, এই প্রকল্পকে ভিক্ষার সমান বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন-রেকর্ড রান তুলে জয় সানরাইজার্সের

ওই ভিডিয়ো’‌তে বিজেপি নেত্রীকে বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আমরা ভিক্ষা চাই না। আমরা স্বনির্ভর হতে চাই। এই লোকসভা নির্বাচনে ৩৫টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এই সরকার ২০২৫ সালের মধ্যে পড়ে যাবে।’ কিছুদিন আগে লোকসভা নির্বাচনের প্রচারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই অবস্থায় উল্টো সুর শোনালেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী।

আরও পড়ুন-ওড়িশায় দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস, মৃত ৫, আহত ৪০

এই নিয়ে কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকি। কী বীরত্ব! মা, বোনেরা এদের চিনে রাখুন। বিজেপিকে একটি ভোটও নয়।’

 

 

Latest article