রেকর্ড রান তুলে জয় সানরাইজার্সের

টসের সময় প্যাট কামিন্স বলেছিলেন, এটা ২৪০ রানের পিচ। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়কের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেল

Must read

বেঙ্গালুরু, ১৫ এপ্রিল : টসের সময় প্যাট কামিন্স বলেছিলেন, এটা ২৪০ রানের পিচ। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়কের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। দুটি দলই আড়াইশোর বেশি রান তুলল। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২৮৭ রান তুলল সানরাইজার্স। যা আইপিএলে সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড। আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংসের নজির এতদিন ছিল সানরাইজার্সেরই দখলে। গত ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলে এই রেকর্ড গড়েছিল সানরাইজার্স। এদিন ২৮৭ রান তুলে নিজেদের গড়া রেকর্ড টপকে গেলেন ট্রাভিস হেডরা।

আরও পড়ুন-ঘরের মাঠে কেকেআর মুখোমুখি রাজস্থান রয়্যালসের, ইডেনে আজ এক বনাম দুই

রান তাড়া করতে নেমে আরসিবি তুলল ২৬২ রান। ফলে রানের উৎসবের ম্যাচ ২৫ রানে জিতে নিল সানরাইজার্স। আরও একটা ম্যাচ হারল আরসিবি। ৭ ম্যাচ খেলে ৬টিতেই হার! প্লে-অফের দৌড় থেকে এদিনই ছিটকে গেলেন বিরাট কোহলিরা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন সানরাইজার্সের দুই ওপেনার হেড ও অভিষেক শর্মা। ২২ বলে ৩৪ করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। অন্যদিকে, ৩৯ বলে একশো পূর্ণ করেন হেড। যা আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির নজির। শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে আউট হন তিনি। হেডের বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৮টি ছয় দিয়ে।

আরও পড়ুন-উচ্ছ্বাসে ভাসলেন ক্রীড়ামন্ত্রী

হেড প্যাভিলিয়নে ফেরার পর, সানরাইজার্সের রানকে এগিয়ে নিয়ে যান হেনরিখ ক্লাসেন। তিনি আউট হন ৩১ বলে ৬৭ রান করে। শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন আব্দুল সামাদ (১০ বলে অপরাজিত ৩৭) ও এইডেন মার্করাম (১৭ বলে অপরাজিত ৩২)। জেতার জন্য রেকর্ড রান তুলতে হত আরসিবিকে। বিরাট ও ফাফ ডুপ্লেসি তাই প্রথম বল থেকেই চালিয়ে খেলে ৫ ওভারেই ৭০ রান তুলে ফেলেছিলেন। কিন্তু ২০ বলে ৪২ রান করে আউট হন বিরাট। ডুপ্লেসি ২৮ বলে ৬২ রান করেন। এরপর দীনেশ কার্তিক মরিয়া একটা চেষ্টা করেছিলেন। তাঁর ৩৫ বলে ৮৩ রানের ইনিংস জয় এনে দিতে না পারলেও, দলের রান আড়াইশোর কোঠা পার করতে সাহায্য করেছে।

Latest article