রাজ্যজুড়ে করোনা বিধি বহাল থাকায় চলতি বছরের ১৫ আগস্টের কুচকাওয়াজ অনুষ্ঠান হবে মাত্র ৩০ মিনিটের। রেড রোডের এই কুচকাওয়াজে থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে রেশন’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘দুয়ারে সরকার’, নতুন ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ট্যাবলো৷
আরও পড়ুন: দায়িত্বজ্ঞানহীন রেল, দার্জিলিঙে ভেসে গেলেন ৮ শ্রমিক, মৃত ১
এই ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে। এছাড়াও থাকবে কলকাতা ও রাজ্য পুলিস বাহিনীর প্যারেড। কুচকাওয়াজের শুরুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর দায়িত্বে রয়েছে তথ্য-সংস্কৃতি দফতর। ২০২০ সালেও করোনার কারণে মাত্র ১৫ মিনিটে শেষ হয় রেড রোডের কুচকাওয়াজ৷
আরও পড়ুন: বিজেপির অনাস্থা-চক্রান্ত ভেস্তে দিল তৃণমূল
এবার সেই সময় বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। এ ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি সংশ্লিষ্ট দফতরগুলির প্রধান সচিব, কলকাতার পুলিস কমিশনার-সহ পুলিস কর্তাদের নিয়ে এক দফায় বৈঠক করেছেন। আগামী সপ্তাহেই ১৫ আগস্টের অনুষ্ঠানসূচি চূড়ান্ত হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।