ফ্রান্সের সরকারি সংস্থাই প্রথম স্বীকার করল পেগাসাসের মাধ্যমে হ্যাক হয়েছে ফোন

Must read

গত কয়েকদিন ধরেই বিশ্বের একাধিক দেশে আলোচনায় উঠে এসেছে পেগাসাস স্পাইওয়্যারের নাম। একাধিক দেশে অভিযোগ উঠেছে, বিভিন্ন মন্ত্রী, আমলা, বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ী অনেকের ফোনেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা হয়েছে।

আরও পড়ুন: দায়িত্বজ্ঞানহীন রেল, দার্জিলিঙে ভেসে গেলেন ৮ শ্রমিক, মৃত ১

পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদি সরকার যথেষ্ট ব্যাকফুটে। যদিও মোদি সরকার এখনও পেগাসাস স্পাইওয়্যার নিজেরা কিনেছে এমন কথা স্বীকার করেনি। বিশ্বে অন্য একাধিক দেশে এই স্পাইওয়্যার নিয়ে তুমুল বিতর্ক চলাকালীন এই প্রথম ফ্রান্সের এক সরকারি সংস্থা পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিল। ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, সে দেশের দুই সাংবাদিকের ফোনে পেগাসাস স্পাইওয়্যার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক কম ভ্যাকসিন পেয়েছে বাংলা, মিলেছে প্রমাণ

ফ্রান্সের এই সরকারি নিরাপত্তা সংস্থাই গোটা বিশ্বের মধ্যে প্রথম পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগানোর কথা স্বীকার করল। ফ্রান্সের মিডিয়াপার্ট নামে একটি সংবাদ সংস্থার দুই সাংবাদিকের উপর নজরদারি চালানো হয়েছে পেগাসাসের মাধ্যমে। এএনএসএসআই জানিয়েছে, মিডিয়াপার্টের দুই সাংবাদিকের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। অত্যন্ত সফলভাবে ওই দুই সাংবাদিকের বিভিন্ন কল রেকর্ড এবং তাঁদের বিভিন্ন কাজকর্ম গোপনে রেকর্ড করে নেওয়া হয়েছে।

Latest article