ফোন হ্যাকিংকাণ্ড: ‘সীমাহীন সুবিধাবাদী’কে সরাসরি চ্যালেঞ্জ কুণাল ঘোষের

Must read

সম্প্রতি প্রকাশ্য জনসভায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নাম না করে জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কল রেকর্ড তাঁর কাছে আছে। এই বিষয় নিয়ে তীব্র আক্রমণ শানায় তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিজেপি সরকার যে পেগাসাস ব্যবহার করে বিরোধী নেতা-মন্ত্রীদের ফোনে আঁড়ি পাতছে- এটা তার জ্বলন্ত প্রমাণ বলে অভিযোগ করা হয়। শনিবার এ বিষয়ে নাম না করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-ফ্রান্সের সরকারি সংস্থাই প্রথম স্বীকার করল পেগাসাসের মাধ্যমে হ্যাক হয়েছে ফোন

এদিন কুণাল ট্যুইট করে ‘সীমাহীন সুবিধাবাদী’ বলে উল্লেখ করে লেখেন, “LOP Limitless opportunist-কে চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে আর একবার প্রকাশ্যে বলে দেখা অন্যের ফোনের কল লিস্ট, কল রেকর্ড ওর কাছে থাকে। অন্যথায় ক্ষমা চেয়ে বলুক ওর স্বভাব বড় বড় কথা বলা। ওসব ওর কাছে থাকে না। ও শুধু বাজার গরম করতে মিথ্যে কথা বলে। মেরুদন্ড থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুক।” শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো চাপে ফেললেন কুণাল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Latest article