হাতির হানা থেকে বাঁচতে গজলক্ষ্মীর পুজো

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : হাতির হাত থেকে লক্ষ্মীরূপী (Bankura- Lakshmi Puja) ফসল বাঁচাতে শতাধিক বছর ধরে গজলক্ষ্মীর আরাধনা করে আসছেন জঙ্গল লাগোয়া রামকানালির অধিবাসীরা। জঙ্গল থেকে মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসে হাতির দল। তাদের হামলায় ক্ষতি হয় বিঘের পর বিঘে জমির ফসল। তাই কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনার পাশাপাশি গজরাজের পুজো করা হয়। পেঁচা নয়, গজে অবস্থান করেন লক্ষ্মী। স্থানীয়রা বলেন গজলক্ষ্মী পুজো। গ্রামবাসী রঞ্জিত দাস জানান, ১২৪ বছর ধরে বেলিয়াতোড় রেঞ্জের রামকানালি গ্রামে পুজো হয় গজলক্ষ্মীর। অপর গ্রামবাসী সৌমেন দাস জানান, এই গ্রামে দুর্গাপুজোর চল নেই। মহাধুমধামে পুজো পান লক্ষ্মী (Bankura- Lakshmi Puja)। প্রতিমাই হোক বা আচার অনুষ্ঠান, আর পাঁচটা লক্ষ্মীপুজোর সঙ্গে মেলে না। গ্রামের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে জঙ্গল ও বন্যপ্রাণ। একশো বছর আগেও হাতির উপদ্রব ছিল, আজও আছে। গজরাজদের হানা বাঁচিয়ে লক্ষ্মীলাভের আশায় তাই লক্ষ্মীপুজোর পাশাপাশি গজরাজেরও আরাধনা করেন গ্রামবাসী। তাঁদের দাবি, গজরাজরা শান্ত থাকলে তবেই মাঠ থেকে ফসল ওঠে বাড়িতে। লক্ষ্মীলাভ হয়। তাই এই গ্রামে চলে আসছে গজলক্ষ্মী পুজোর আয়োজন।

আরও পড়ুন-সিনহা পরিবারের লক্ষ্মী পূজিতা ১৭৩ বছর ধরে

Latest article