বাংলাকে ট্রফি দিতে চান লক্ষ্মী

অরুণ লালের উত্তরসূরি বেছে নিল সিএবি। বাংলার সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লার নাম মঙ্গলবার রাতে সরকারিভাবে ঘোষণা করল সিএবি।

Must read

প্রতিবেদন : অরুণ লালের উত্তরসূরি বেছে নিল সিএবি। বাংলার সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লার নাম মঙ্গলবার রাতে সরকারিভাবে ঘোষণা করল সিএবি। তাঁর সহকারী হিসেবে রাখা হল সৌরাশিস লাহিড়ীকে। এদিন সিএবিতে প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, লক্ষ্মীই সিনিয়র বাংলা দলের কোচের দায়িত্ব নিচ্ছেন।

আরও পড়ুন-এ পি জে আব্দুল কালাম এর মৃত্যুবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

বাংলার দীর্ঘদিনের সৈনিক। বাংলাকে নেতৃত্ব দিয়ে বহু সাফল্য এনে দিয়েছেন। এবার নতুন দায়িত্ব নিলেন লক্ষ্মী। কোচ হয়ে বললেন, ‘‘চেষ্টা করব বাংলাকে সাফল্য এনে দিতে, ট্রফি জেতাতে। নতুন চিন্তাভাবনা নিয়ে সামনে এগোতে চাই। অধিনায়ক হিসেবে খুব সহজভাবে দলকে চালনা করার চেষ্টা করতাম। এবার কোচ হিসেবেও সেটাই করতে চাই। সিএবি, দাদিকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) অনেক ধন্যবাদ।’’ ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব নিয়েছেন বাংলার প্রাক্তন কোচ ডব্লু ভি রামন। এর আগে অধিনায়ক লক্ষ্মী ও কোচ রামনের জুটি বাংলাকে ট্রফি জিতিয়েছে। ফের এই জুটি সাফল্য এনে দিতে পারে কি না, সেটাই দেখার।

Latest article