জেতাবে লক্ষ্মীর ভাণ্ডার

Must read

সংবাদদাতা, বীরভূম : পুরভোটের লড়াইয়ে এবার রাজ্য জুড়ে মা-বোনেদের স্বার্থে করা মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একাই একশো। রামপুরহাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলকে (Trinamool Congress) ব্যাপক মার্জিনে জয় এনে বাজিমাত করবে একা এই লক্ষ্মীর ভাণ্ডারই। রাজ্যের অন্য প্রকল্পের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনের সারিতে রেখে শনিবার ওয়ার্ডে ভোটপ্রচার সারলেন এই ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী অষ্টম মণ্ডল। ওয়ার্ড মহিলা কমিটির সভাপতি সুস্মিতা দে, সম্পাদক চাঁদনি টুডু, পল্লবী দাসরা লক্ষ্মীর ভাঁড় হাতে, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে বাড়ি বাড়ি প্রচারে রীতিমতো সাড়া ফেলে দিলেন। মণ্ডলপাড়া, দাসপাড়া, পালপাড়া, লেটপাড়া, কালীতলা, রথতলা, ঘোষপাড়া, দুই মাঠপাড়া-সহ ১২টি পাড়া মিলিয়ে এই ওয়ার্ডের চারটি বুথের মোট ভোটার ৪,৩০০। আগের পুরভোটে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হন সুদেব দাস। এবার এই ওয়ার্ডে বাম ও বিজেপি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা অষ্টম মণ্ডল। জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি বলেন, মুখ্যমন্ত্রী যত প্রকল্প করেছেন, তার সবগুলো নিয়ে এক সঙ্গে প্রচার করা অসম্ভব। তাই রোজ কিছু কিছু প্রকল্প নিয়ে প্রচার করেছি। শনিবার প্রচারের বিষয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। কেননা মা-বোনেদের কাছে প্রবল সাড়া জাগানো এই প্রকল্পই আমাদের জয় নিশ্চিত করবে। অষ্টমের সমর্থনে শনিবার এক র্যালিতে হেঁটে প্রচার করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

Latest article