নয়াদিল্লি, ২২ মার্চ : অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পুরস্কার পেলেন লক্ষ্য সেন। মঙ্গলবার প্রকাশিত বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিলেন তিনি। এদিন প্রকাশিত ক্রমতালিকায় দু’ধাপ এগিয়ে ১১তম স্থান থেকে নবম স্থানে উঠে এলেন দুরন্ত ফর্মে থাকা লক্ষ্য।
আরও পড়ুন-ভবিষ্যতের নেতা খোঁজার মঞ্চ এই আইপিএল: শাস্ত্রী
টানা খেলে ক্লান্ত কুড়ি বছর বয়সি ভারতীয় ব্যাডমিন্টন তারকা অবশ্য গতকালই জানিয়েছেন, তিনি আসন্ন সুইস ওপেনে অংশগ্রহণ করবেন না। বরং আপাতত কয়েকটা দিন বিশ্রাম নিয়ে পরবর্তী টুর্নামেন্ট কোরিয়ান ওপেনের জন্য নিজেকে তৈরি রাখতে চান। লক্ষ্যর পাশাপাশি এদিন প্রকাশিত ক্রমতালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটেছে ভারতীয় ব্যাডমিন্টন জুটি গায়ত্রী গোপীচাঁদ ও ত্রিসা জোলির। সদ্যসমাপ্ত অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডবলসের সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী ও তাঁর পার্টনার ত্রিসা। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১২ ধাপ এগিয়ে মেয়েদের ডবলস র্যাঙ্কিংয়ের ৩৪তম স্থানে উঠে এলেন গায়ত্রী-ত্রিসা জুটি। এদিকে, মেয়েদের সিঙ্গলসের ক্রমতালিকার সাত নম্বর স্থান ধরে রেখেছেন পি ভি সিন্ধু। কিন্তু দু’ধাপ পিছিয়ে ২৩তম স্থানে নেমে গিয়েছেন সাইনা নেহওয়াল।