শুভমানের তূণে নতুন তির

কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তিনটে মরশুম খেলার পর আইপিএলে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলবেন শুভমান গিল।

Must read

মুম্বই, ২২ মার্চ : কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তিনটে মরশুম খেলার পর আইপিএলে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলবেন শুভমান গিল। চোটের ধাক্কায় ভারতীয় দল থেকে ছিটকে গিয়ে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করার পাশাপাশি নিজের ব্যাটিং টেকনিক নিয়েও কাজ করছিলেন ২১ বছরের তরুণ ব্যাটার। এনসিএ-র কোচেদের কাছে ট্রেনিংয়ে থেকে ব্যাটিংয়ে বিশেষ কিছু বদল এনেছেন বলে জানিয়েছেন শুভমান। যা আসন্ন আইপিএলে দেখা যাবে।

আরও পড়ুন-প্রথম দশে ঢুকে পড়লেন লক্ষ্য সেন

শুভমান বলেন, ‘‘এনসিএ-তে ব্যাটিংয়ের বেশ কিছু দিক নিয়ে কাজ করেছি। কোচেদের কাছে টেকনিক নিয়েও অনেক খেটেছি। কিছু নতুন শটও রপ্ত করেছি।’’ তরুণ ভারতীয় ব্যাটার ইঙ্গিত দিলেন, তিনি কপিবুক টেকনিকে আক্রমণাত্মক শট খেললেও পরিস্থিতির বিচারে, ভিন্ন চরিত্রের উইকেটে তাতে এবার বদল আসতে পারে। শুভমানের কথায়, ‘‘আমি চেষ্টা করছি গোটা মাঠ জুড়ে শট খেলতে। তাই আরও কিছু শট খেলা শিখছি। আইপিএলেই আমাকে কিছু নতুন শট খেলতে দেখতে পারেন আপনারা।’’
কেকেআরে প্রথম বছর ৬ ও ৭ নম্বরে ব্যাট করলেও পরে নিয়মিত ওপেনও করেছেন। আবার মিডল অর্ডারেও ব্যাট করেছেন। শুভমান বললেন, ‘‘আমার পছন্দের জায়গা টপ অর্ডার। তবে দল যদি নতুন ভূমিকা দেয়, তার জন্যও আমি তৈরি।’’

Latest article