খোলা মনে খেলব এবার, আইপিএলের আগে বিরাট-ঘোষণা

আইপিএলে তিনি বাড়তি উদ্যমে মাঠে নামবেন। সাফ জানিয়ে দিলেন বিরাট কোহলি। সোমবার রাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে যোগ দিয়েছেন কিং কোহলি।

Must read

মুম্বই, ২২ মার্চ : এবারের আইপিএলে তিনি বাড়তি উদ্যমে মাঠে নামবেন। সাফ জানিয়ে দিলেন বিরাট কোহলি। সোমবার রাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে যোগ দিয়েছেন কিং কোহলি। নেতৃত্বের ভারমুক্ত হয়ে তিনি যে এই মুহূর্তে মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছেন, তা গোপন না করে বিরাটের বক্তব্য, ‘‘আরও একটা আইপিএল চলে এল। আমিও তৈরি। এবার বাড়তি এনার্জি নিয়ে খেলতে নামব। কারণ আমি চাপমুক্ত। মানসিকভাবেও খুব ভাল জায়গায় আছি। আমার জীবন এখন আনন্দে ভরপুর। সন্তানের বেড়ে যাওয়া দেখতে দারুণ লাগছে।’’

আরও পড়ুন-শুভমানের তূণে নতুন তির

বিরাট এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আমি জানি, কী করতে চাই। সেদিকেই ফোকাস রাখছি। মাঠে নেমে প্রতিটি মুহূর্ত উপভোগ করার পাশাপাশি দলের স্বার্থে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। অনেকদিন পর নিজেকে চাপমুক্ত লাগছে।’’
বিরাটের বদলে এবার আরসিবি-কে নেতৃত্ব দেবেন ফাফ ডুপ্লেসি। ডুপ্লেসির উচ্ছ্বসিত প্রশংসা করে বিরাট বলছেন, ‘‘নিলামে ফাফকে নেওয়ার পিছনে নির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যে নেতা হিসেবে ড্রেসিংরুমে সতীর্থদের কাছ থেকে শ্রদ্ধা আদায় করে নিতে পারবে। ফাফ এরজন্য একেবারে আদর্শ।’’ তিনি আরও বলেন, ‘‘আমি, ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল), দীনেশ কার্তিক— আমরা সবাই ওর নেতৃত্বে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত, আরসিবিতে ফাফ সফল হবে।’’ প্রসঙ্গত, আইপিএল নিলামে ডুপ্লেসির জন্য ঝাঁপিয়েছিল আরসিবি। ডুপ্লেসি সিএসকে থেকে এখানে এসেছেন।

Latest article