ভারতের তুরুপের তাস নেট রানরেট

অস্ট্রেলিয়া আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত।

Must read

হ্যামিলটন, ২২ মার্চ : বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছে ভারত। নেট রানরেটে (০.৭৬৮) এগিয়ে থাকার সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে (-০.৮৮৫) টপকে তিন নম্বরে উঠে এসেছেন মিতালি রাজরা। শেষ চারের টিকিট পেতে মিতালি-ঝুলনদের তুরুপের তাস হতে পারে এই নেট রানরেট-ই!

আরও পড়ুন-খোলা মনে খেলব এবার, আইপিএলের আগে বিরাট-ঘোষণা

অস্ট্রেলিয়া আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত। শেষ দুটো জায়গার জন্য এই মুহূর্তে লড়ছে তিনটে দল—ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবে ভারত। তার আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সেদিন দক্ষিণ আফ্রিকা জিতলে, ভারতের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে রবিবার মিতালিদের জিততেই হবে।

আরও পড়ুন-শুভমানের তূণে নতুন তির

তবে শেষ ম্যাচ হেরে গেলেও ঝুলনদের সামনে সুযোগ থাকছে। তবে শর্ত হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে। তখন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই পয়েন্ট হবে ছয়। এক্ষেত্রেও নেট রানরেটে এগিয়ে থাকা দলই সেমিফাইনালের টিকিট পাবে। আরেক দাবিদার ইংল্যান্ডের কাজটা তুলনামূলকভাবে সহজ। কারণ তারা শেষ দুটো ম্যাচ খেলবে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে।
আরও একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা যদি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। তখন তিন দলেরই পয়েন্ট হবে ৮। ওই পরিস্থিতিতেও শেষ কথা বলবে নেট রানরেট!

শেষ চারের দৌড়ে
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
অস্ট্রেলিয়া ৬ ৬ ০ ১২ ১.২৮৭
দক্ষিণ আফ্রিকা ৫ ৪ ১ ৮ ০.০৯২
ভারত ৬ ৩ ৩ ৬ ০.৭৬৮
ওয়েস্ট ইন্ডিজ ৬ ৩ ৩ ৬ -০.৮৮৫
ইংল্যান্ড ৫ ২ ৩ ৪ ০.৩২৭

Latest article