মিতা নন্দী, ঝাড়গ্রাম : এক সময় মাওবাদীদের আন্দোলনের পীঠস্থান ছিল লালগড়। সেই লালগড়ের রামগড় আদিবাসী ক্লাব ডিবিসি সুসৌর গাঁওতা ক্লাব ও ঝাড়গ্রাম-মেদিনীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফুটবল অ্যাকাডেমির শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বন ও ক্রেতাসুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল মাহাতো, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি সুদীপ্ত মাহাত, রামগড়ের তৃণমূল অঞ্চল সভাপতি শ্রীকান্ত সিং-সহ স্থানীয় নেতৃত্ব।
আরও পড়ুন-Deputy Speaker: ‘৮৯১ দিন পরেও লোকসভায় নেই ডেপুটি স্পিকার’ টুইটারে তোপ ডেরেক ও ব্রায়ানের
রামগড়ের দাসবাঁধ ফুটবল মাঠে এদিন ফুটবলে শট মেরে ফুটবল অ্যাকাডেমির সূচনা করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। আদিবাসী প্রথায় তাঁকে বরণ করার পর উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। এরপর অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ‘‘ঝাড়গ্রামের জঙ্গলমহলের এই এক প্রান্তে এ ধরনের উদ্যোগের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই।’’
আরও পড়ুন-Government Bus: কলকাতা ও সতীপীঠ জুড়বে সরকারি বাসে
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘মন দিয়ে প্রশিক্ষণ করে যেতে হবে। বাকি সব আমরা দেখে নেব। আমার পক্ষ থেকে সমস্ত সহযোগিতা আপনারা পাবেন।’’ প্রসঙ্গত, বর্তমান মা-মাটি-মানুষের সরকার আসার পর আমূল বদলে গিয়েছে লালগড় থানা এলাকা। পুলিশের উদ্যেগে জঙ্গলমহল কাপ হয়। এই প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দেখিয়ে এর আগে বেশ কয়েকজন খেলোয়াড়ের কর্মসংস্থান হয়েছে। খেলার বিশেষ প্রশিক্ষণ নিতে জার্মানি-সহ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে। তাই লালগড়ের বিভিন্ন জায়গা থেকে আরও প্রতিভা তুলে আনতে বেসরকারি উদ্যোগে এবার রামগড়ে শুরু হল ফুটবল অ্যাকাডেমি।