Deputy Speaker: ‘৮৯১ দিন পরেও লোকসভায় নেই ডেপুটি স্পিকার’ টুইটারে তোপ ডেরেক ও ব্রায়ানের

শীতকালীন অধিবেশন হতে আর বেশি দেরি নেই। শুরু হচ্ছে ২৯ নভেম্বর। কিন্তু লোকসভায় নেই ডেপুটি স্পিকার (Deputy Speaker)

Must read

শীতকালীন অধিবেশন হতে আর বেশি দেরি নেই। শুরু হচ্ছে ২৯ নভেম্বর। কিন্তু লোকসভায় নেই ডেপুটি স্পিকার (Deputy Speaker)। প্রসঙ্গত ২০১৯ সাল থেকে সরকার গঠন করার পর থেকেই লোকসভায় নেই ডেপুটি স্পিকার। এই নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই বিশেষ চিন্তিত হতে দেখা যায়নি শুধু না অবস্থার পরিবর্তন ও হয়নি।

আরও পড়ুন-Government Bus: কলকাতা ও সতীপীঠ জুড়বে সরকারি বাসে

এদিন টুইটারে ডেরেক ও ব্রায়ান নরেদ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে আবার একটি বাস্তব রূপ তুলে ধরেন। তিনি লেখেন,

‘মিস্টার মোদী এবং মিস্টার শাহ

সংসদ নিয়ে কে চিন্তা করেন

বর্তমান লোকসভায় এখনও ডেপুটি স্পিকার নেই। পদটিতে নির্বাচনের জন্য গড় সময় ২ মাস। আপনি ২০১৯ সালে সরকার গঠন করার পর থেকে দুই বছর হয়ে গেছে।

অধিবেশন শুরু হচ্ছে ২৯ নভেম্বর। এখনও সংসদে নেই ডেপুটি স্পিকার’

 

Latest article