Government Bus: কলকাতা ও সতীপীঠ জুড়বে সরকারি বাসে

রাজ্যের সমস্ত ব্লকের সঙ্গে কলকাতার বাস-যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি

Must read

সংবাদদাতা, কাটোয়া : রাজ্যের সমস্ত ব্লকের সঙ্গে কলকাতার বাস-যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। তারই অঙ্গ হিসেবে কাটোয়া মহকুমার তিন সতীপীঠ— কেতুগ্রামের অট্টহাস, মঙ্গলকোটের ক্ষীরগ্রাম ও কোগ্রামের সঙ্গে সরাসরি কলকাতার বাস-পরিষেবা চালু হল।

আরও পড়ুন-ত্রিপুরায় জঙ্গলরাজ, বোঝাই যাচ্ছে শেষের শুরু

পতাকা নেড়ে সূচনা করেন পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। বললেন, ‘‘রাজ্য সরকার সতীপীঠগুলির পরিকাঠামো উন্নয়নে নানারকম পদক্ষেপ করেছে। থাকাখাওয়ার ব্যবস্থা হয়েছে। কলকাতা থেকে সরাসরি বাস-পরিষেবা চালু হওয়ায় ভক্ত ও পর্যটকদের সুবিধে হবে।’’ ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ ও মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি।

আরও পড়ুন-প্লাস্টিক দূষণ রুখতে

এখান থেকে সরাসরি বাস-পরিষেবা ছিল না। সেটা হওয়ায় খুশি বাসিন্দারা। অট্টহাস মন্দির কমিটির সভাপতি মহেন্দ্রশঙ্কর গিরির কথায়, ‘‘পর্যটনমন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন এখানে এসে এই সতীপীঠের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করেন।

কলকাতার সঙ্গে বাস-সংযোগ চালু হলে ভক্তের সংখ্যা বাড়বে।’’ জানা গেল, কেতুগ্রামের অট্টহাস থেকে রোজই সরকারি বাস নতুনহাট, গুসকরা, বর্ধমান হয়ে ধর্মতলা যাবে। মঙ্গলকোটের ক্ষীরগ্রাম থেকে বলগোনা, ভাতাড়, বর্ধমান হয়ে ধর্মতলা পৌঁছবে। মঙ্গলকোটেরই আরেক সতীপীঠ কোগ্রাম থেকেও এসবিএসটিসি-র বাস কলকাতা যাবে।

Latest article