লাল্টুর দেহ ফিরল গ্রামে, পুলিশি হেফাজতে চার

সোমবার বিকেলে শবদেহ গ্রামে নিয়ে আসা হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত সুজাউদ্দিন গত বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগ দেয়

Must read

সংবাদদাতা, রামপুরহাট : কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে নিহত লাল্টু শেখের দেহ সোমবার গ্রামে ফিরতেই থমথমে এলাকা। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। ধৃত ছয়জনকে সোমবার রামপুরহাট আদালতে তোলা হলে সুজাউদ্দিন ও তার দুই ছেলে ও গাব্বার, এই চারজনকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি দুই অভিযুক্ত আকবর ও ছোট্টু মালের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এসিজেএম সৌভিক দে।

আরও পড়ুন-শিল্পে জমি ব্যবহৃত না হলে কৃষিতে হবে ব্যবহার

শনিবার রাতেই বোমার আঘাতে মৃত্যু হয় নিউটন শেখের। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর মৃত্যু হয়। সোমবার বিকেলে শবদেহ গ্রামে নিয়ে আসা হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত সুজাউদ্দিন গত বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগ দেয়। মাসতিনেক আগে কংগ্রেসে ফিরে যায়। এলাকায় ভাল তৃণমূল সংগঠক ছিল লাল্টু। সেকারণেই তার ওপর আক্রোশ।

Latest article