স্বস্তি লালুপ্রসাদ যাদবের। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জামিন মঞ্জুর হয়েছে। শুক্রবার রাঁচির ডোরান্ডা ট্রেজারি মামলায় লালুপ্রসাদের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই ফের জেল থেকে ছাড়া পাবেন তিনি। আদালতের নির্দেশ, ১ লক্ষ টাকা জামানত এবং ১০ লক্ষ টাকা জরিমানা হিসেবে জমা দিতে হবে বলে লালুকে।
আরও পড়ুন-ভারতের সংখ্যালঘু বিরোধী ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব বিদেশের বাজারে, মত প্রাক্তন গভর্নর রাজনের
পশুখাদ্য কেলেঙ্কারিতে ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয় লালুপ্রসাদকে। ১৯৯৬ সালের এই কেলেঙ্কারিতে একাধিক মামলা দায়ের করে সিবিআই। দুমকা, দেওঘর, চাঁইবাসা ট্রেজারির চারটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন লালু। ফলে ডোরান্ডা মামলায় জামিন পাওয়ায় জেল থেকে বেরোতে পারবেন তিনি।