ভারতের সংখ্যালঘু বিরোধী ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব বিদেশের বাজারে, মত প্রাক্তন গভর্নর রাজনের

ভারতে সাম্প্রদায়িক হিংসা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ড. রঘুরাম রাজন।

Must read

নয়াদিল্লি : ভারতে সাম্প্রদায়িক হিংসা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ড. রঘুরাম রাজন। তাঁর মতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এর জন্য সমস্যায় পড়বে দেশীয় পণ্য সংস্থাগুলি।
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রাজন বলেন, দেশের সংখ্যালঘু-বিরোধী চিত্র বিদেশি বাজারে ভারতীয় পণ্যের চাহিদা হ্রাস করতে পারে। এর পাশাপাশি অন্যান্য দেশ ভারতকে একটি অবিশ্বস্ত অংশীদার হিসাবে বিবেচনা করতে পারে। প্রখ্যাত এই অর্থনীতিবিদের কথায়, ভারত সম্পর্কে বাইরের দুনিয়ায় ভাবমূর্তি নষ্ট হলে সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। টাইমস নেটওয়ার্ক ইন্ডিয়া ইকনমিক কনক্লেভে রাজন বলেন, গণতন্ত্রে দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে সমান আচরণ করা হবে, এটাই স্বাভাবিক।

আরও পড়ুন-আগাথা ক্রিস্টি, দ্য কুইন অফ ক্রাইম

এক দেশের পণ্য যখন অন্য দেশে বিক্রি হয় তখন সেই দেশ সম্পর্কে ধারণাও গ্রাহকদের প্রভাবিত করে। যে দেশ সম্পর্কে উচ্চ ধারণা, সেই দেশের পণ্যের বাজার দ্রুত বৃদ্ধি পায়। কোনও দেশের সরকার তখনই আর একটি দেশকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে যখন সে তার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মানবিক আচরণ করে। রাশিয়া ও চিনের উদাহরণ দিয়ে রাজন বলেন, গণতন্ত্র কখনওই সহজ নয়। এ ক্ষেত্রে সব দলের সঙ্গে সার্বক্ষণিক সংলাপ চালিয়ে যেতে হবে। সহিষ্ণু মনোভাবের মাধ্যমেই আপনি একটি বিশাল জনসংখ্যাকে প্রভাবিত করতে পারেন। যা দেশের সব অংশের মানুষের মনে আস্থা তৈরি করবে। যখন তা না হয়, যখন এক অংশের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তখনই তা গণতান্ত্রিক ধারণার পরিপন্থী। রাশিয়া এবং চিনের উদাহরণ টেনে রাজন বলেন, এই দুটি দেশেই ভারসাম্যের অভাবে বড় ক্ষতি হচ্ছে। রাশিয়া ও চিন অনেক পিছিয়ে গিয়েছে।

Latest article