সংবাদদাতা, শিলিগুড়ি : পুরসভার ইনটেক ওয়েলের জমি জটের সমস্যা সমাধান হল বৈঠকের মাধ্যমে। দীর্ঘদিন ধরেই জমির জোটের কারণে শিলিগুড়ি পুরসভার ইনটেক ওয়েলের কাজ শুরু করতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পরিষদরা বৈঠক করেন। বৈঠকে রাইটসের ইঞ্জিনিয়ার-সহ জনস্বাস্থ্য কারিগরি দফতর ও সেচ দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিন আলোচনার মাধ্যমে জমিজট কাটে।
আরও পড়ুন-অনিশ্চয়তায় কয়েকশো পড়ুয়া, ছাত্র-মৃত্যুর জেরে বন্ধ হল কসবার সেই স্কুল
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। আগামী শনিবার সেই জমি পরিদর্শনে যাবেন মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র। একই সঙ্গে বিভিন্ন দফতরে অধিকারিকরাও যাবেন। সব ঠিক থাকলে মেয়র গৌতম দেব কয়েকদিনের মধ্যেই সেই জমিতে কাজের শিল্যান্যাস করবেন। যাতে সেই জমিতে খুব শীঘ্রই ইনটেক ওয়েল তৈরির কাজ শুরু করতে পারে। ইতিমধ্যে ইনটেক ওয়েলের কাজের জন্য পুরনিগম ৬.৯ কোটি টাকা বরাদ্দ করেছে।