অনিশ্চয়তায় কয়েকশো পড়ুয়া, ছাত্র-মৃত্যুর জেরে বন্ধ হল কসবার সেই স্কুল

স্কুলের পাঁচতলা ছাদ থেকে পড়ে দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কসবার সিলভার পয়েন্ট স্কুল।

Must read

প্রতিবেদন : স্কুলের (school) পাঁচতলা ছাদ থেকে পড়ে দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কসবার সিলভার পয়েন্ট স্কুল। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে নোটিশ ঝোলানো হয়। তদন্তে সহযোগিতার জন্যই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বলে কর্তৃপক্ষের দাবি। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের নিরাপত্তাই তাঁদের কাছে অগ্রাধিকার পাবে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া অবধি স্কুল বন্ধ থাকবে।

আরও পড়ুন-অনুমোদনই নেই, স্কুলে বিক্ষোভে অভিভাবকরা

বৃহস্পতিবার সকালে পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে গিয়ে অভিভাবকেরা দেখেন, মেন গেটে একটি নোটিশ ঝোলানো আছে। এই নোটিশে প্রিন্সিপালের স্বাক্ষর। ছাত্র-মৃত্যুর ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করে ওই নোটিশে বলা হয়েছে, জল্পনার ভিত্তিতে স্কুলকে নেতিবাচক ভাবে দেখানো হচ্ছে। একটি পরিবার হিসাবে সোমবারের ঘটনায় যে তাঁরা শোকগ্রস্ত, সে-কথাও জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুলবন্ধের এই সিদ্ধান্ত অভিভাবকেরা ভালভাবে নিচ্ছেন না। শিক্ষাবর্ষের মাঝপথে তাঁরা ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করাতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

আরও পড়ুন-ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত হল পরিষেবা

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর, সিলভার পয়েন্ট স্কুলের দশম শ্রেণির পড়ুয়া শেখ সানের মৃত্যু হয়। এই ঘটনায় প্রধান শিক্ষিকা-সহ ৩ জনের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। স্কুলের ভিতরে পুলিশ পিকেট বসানো ছাড়াও, একাধিক শিক্ষিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কসবা থানার পুলিশ।

Latest article