অনুমোদনই নেই, স্কুলে বিক্ষোভে অভিভাবকরা

বৃহস্পতিবারের সকালে অভিভাবকদের বিক্ষোভে সরগরম রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুল।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবারের সকালে অভিভাবকদের বিক্ষোভে সরগরম রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুল। অনুমোদন না থাকা সত্ত্বেও কী করে স্কুল পড়ুয়াদের ভর্তি করাচ্ছে বা পরীক্ষার ব্যবস্থা করছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্কুলেই অভিভাবকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুলে এর আগেও অব্যবস্থার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন-ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত হল পরিষেবা

অভিভাবকরা বলছেন আইসিএসসি এবং আইএসসি অনুমোদন রয়েছে বলে প্রচার করা হলেও পরীক্ষার সময় পড়ুয়াদের অন্য স্কুলে পাঠানো হয়। এর আগেও উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও মর্নিং এবং ডে সেকশনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা তখন প্রিন্সিপালকে চিঠিও দেন বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরেও কোন পদক্ষেপ করা হয়নি। এর পাশাপাশি স্কুলের নজরদারি থেকে শুরু করে মাত্রাতিরিক্ত খরচ নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

Latest article