রবিবার মধ্যরাতে ল্যান্ডফল, সতর্ক প্রশাসন, ছয় জেলায় রেড অ্যালার্ট

সতর্কতা : ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ। আলিপুরের পূর্বাভাস, সরাসরি সুন্দরবন বদ্বীপে আঘাত হানবে রিমেল।

Must read

প্রতিবেদন : স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুই ২৪ পরগনায় দাপট দেখাবে ঘূর্ণিঝড় রিমেল— সমুদ্রেই প্রবল আকার নেবে। এক নজরে রিমেলের গতিবিধি।
কোথায় রিমেল : শনিবার রাত ৯টা অবধি বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৬০ কিমি দক্ষিণ, সাগরদ্বীপ থেকে ৩৫০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং ক্যানিং থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান।
ল্যান্ডফলের সময় : রবিবার সকালের মধ্যে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এরপর রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।

আরও পড়ুন-দিনের কবিতা

ঝড়ের গতি : ল্যান্ডফলের সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার আবার কোথাও কোথাও ১৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে।
রবিবার কোথায় বৃষ্টি : উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় অতি-ভারী বৃষ্টি। জারি লাল সতর্কতা। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।
সোমবার কোথায় বৃষ্টি : দক্ষিণের সব জেলাতেই সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। মঙ্গল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শুষ্ক হবে আবহাওয়া।
কলকাতার আবহাওয়া : রবি-সোমবার কলকাতায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৯০-১০০ কিমি বেগে হাওয়া।
বৃষ্টির পরিমাণ : রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটারের বেশি। সোমবার বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে সব জেলায়। হাওয়ার বেগ কোথাও হতে পারে ৮০ থেকে ৯০ কিলোমিটারও। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝড়।

আরও পড়ুন-শাহজাহানপুরে বাস ও ট্রাকের সংঘর্ষ, মৃ.ত ১১

সতর্কতা : ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ। আলিপুরের পূর্বাভাস, সরাসরি সুন্দরবন বদ্বীপে আঘাত হানবে রিমেল। বাংলা থেকে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।
প্রশাসনিক ব্যবস্থা : নবান্নে বিশেষ কন্ট্রোল রুম । নম্বর ১০৭০ এবং (০৩৩) ২২১৪ ৩৫৩৫। রাজ্যের প্রতিটি জেলায় কন্ট্রোল রুম চালু করেছেন জেলাশাসকেরাও । শুরু হয়েছে মাইকিং, ফিরিয়ে আনা হচ্ছে মৎস্যজীবীদের। বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভারও।

Latest article