ফের ধস পাহাড়ে, চাপা পড়ল লরি

Must read

সংবাদদাতা, কালিম্পং: ২৪ ঘণ্টার মধ্যে ফের পাহাড়ে ধস। আবারও সেই ২৯ মাইল। ভয়াবহ এই ধসে চাপা পড়ে একটি লরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। তাঁদের তৎপড়তায় প্রাণে বাঁচেন লরির চালক এবং খালাসি।

আরও পড়ুন : বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে, ভবানীপুরে আসরে নেমেই দাবি শোভনদেবের

একটানা বৃষ্টিতে পাহাড়ে পর পর ধস নামছে। প্রশাসনের তরফে যাত্রীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ২৯ মাইলে এই ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্যাহত যান চলাচল। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, একলেনের রাস্তা দিয়ে আটকে থাকা গাড়িগুলি নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তচার কারণে ওই রাস্তা দিয়ে আপাতত ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

 প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ হওয়ায় দার্জিলিঙ, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিভন্ন জায়গায় ধস নেমে ঘটছে বিপত্তি। ধসে বাড়ি ভেঙে কয়েকদিন আগে মৃত্যু হয় এক বৃদ্ধের। দার্জিলংয়ের বহু বাড়ি ধসে ক্ষতিগ্রস্থ হয়েছে।

Latest article