সংবাদদাতা, শিলিগুড়ি : একটানা বৃষ্টি। তার জেরেই পাহাড়ে নামছে ধস (Landslide) । রবিবার সেবক (Sevoke) কালীমন্দিরের কাছে ধস নামে। পাহাড়ের উপর থেকে পাথরের বড় বড় চাঁই নামতে শুরু করে রাস্তার উপরে। ধসের কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়। একটি বড় পাথরের চাঁই গাড়িটির উপরে পড়লে গাড়িটি উলটে যায়। তবে সেই সময় গাড়িতে কোনও যাত্রী ছিল না বলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেবক (Landslide- Sevoke) কালীমন্দিরে পুজো দিতে আসা একটি পরিবার রাস্তার পাশে গাড়ি রেখে মন্দিরে পুজো দিতে গিয়েছিল। সেই সময় ধস নামে। এছাড়াও একাধিক জায়গা থেকে এসেছে ধসের খবর। জোরবাংলো, শিকারিধুরা, দেবীখোলায় ধস নেমেছে। প্রবল দুর্যোগের কারণে গয়াবাড়ি ফরেস্ট এলাকায় ভেঙে পড়ে গাছ। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। উল্লেখ্য, বৃহস্পতিবার সিকিমের পাকিয়ঙের কাছে ধস নেমে বসে যায় রাস্তার একাংশ। এছাড়াও পাচে(গ্যাঙচুং) এলাকাও ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়। কালিম্পংয়ের লিংশিখা এলাকাতেও নামে ধস। সিকিম সীমানায় লিংশাখায় ধসের জেরে ভেঙে পড়ে একটি নদীর ব্রিজ। তবে পাহাড়ে বর্ষা নামার পর থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। ফলে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রাস্তায় পর্যটকদের সতর্ক করা হয়। গাড়ির গতিবেগের দিকে রাখা হচ্ছে কড়া নজর। ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল। সিকিমের একাধিক এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। পাহাড়ের রাস্তায় প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। আবহাওয়া খারাপ থাকায় পাহাড়ের রাস্তায় পরপর নামছে ধস। এই সময় রয়েছেন প্রচুর পর্যটকও। প্রশাসনের তরফে পর্যটকদের সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে পাহাড়ের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির। সেখানে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।
আরও পড়ুন: ধর্মই অস্ত্র বিজেপির, মিথ্যাচারী মোদি সরকার