হার্দিকে আস্থা রাখছেন সানি

Must read

নয়াদিল্লি : সাদা বলের ফরম্যাটে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) একজন ‘গেম চেঞ্জার’। এমন একজন, যে ব্যাটে বা বলে ম্যাচের ভোল পাল্টে দিতে পারে। এমনটাই মন্তব্য সুনীল গাভাসকরের। প্রাক্তন ভারত অধিনায়ক আরও জানাচ্ছেন, অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপে তো বটেই ভারতের জার্সিতে আগামী ম্যাচগুলোতেও নির্নায়ক ভূমিকা নিতে পারেন হার্দিক।

আরও পড়ুন: ফিরতে সময় লাগছে, মেনে নিলেন ফেডেরার

এক সাক্ষাৎকারে গাভাসকর (Sunil Gavaskar) বলেন, ‘‘এই হার্দিক আগের থেকে অনেক বেশি পরিণত। শুধু টি-২০ বিশ্বকাপেই নয়, আগামী ম্যাচগুলোতেও ভারতীয় দলের গেম চেঞ্জার হতে চলেছে।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘হার্দিক (Hardik Pandya) পাঁচ নম্বরে ব্যাট করুক, কিংবা বোলিং করুক। সব সময়ই নিজের ভূমিকা পালন করে। ব্যক্তিগতভাবে ওকে আমি কখনও কখনও নতুন বলে বোলিং করতে দেখতে চাই।’’

Latest article