মেলবোর্ন, ৯ নভেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মেয়েদের ক্রিকেটের অন্যতম সফল তারকা মেগ ল্যানিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অধিনায়ক হিসাবে পাঁচটি বিশ্বকাপ জিতেছেন ল্যানিং। সব মিলিয়ে জিতেছেন সাতটি বিশ্বকাপ। এর মধ্যে দু’টি একদিনের বিশ্বকাপ এবং পাঁচটি টি ২০ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে গত বছর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-ভারতীয় পেস ত্রয়ীতে মুগ্ধ আক্রম-গিলক্রিস্ট
৩১ বছর বয়সি ল্যানিং বলেছেন, ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এবার অন্য কিছু করতে হবে। ক্রিকেট থেকে যা কিছু অর্জন করেছি, তা চিরদিন মনে থাকবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, বিশ্বের বিভিন্ন টি ২০ লিগে তিনি খেলবেন বলে জানিয়েছেন ল্যানিং।
আরও পড়ুন-৩৭৩ বছরের প্রাচীন কৃষ্ণানন্দের কালীপুজো ঘিরে উন্মাদনা
অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবথেকে বেশি আন্তর্জাতিক রানের রেকর্ড ল্যানিংয়ের দখলে। ২৪১টি ম্যাচে (৬টি টেস্ট, ১০৩টি ওয়ান ডে এবং ১৩২টি টি ২০) তিনি মোট ৮,৩৫২ রান করেছেন। ২০১৪ সাল থেকে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে মোট ১৮২টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…