ক্রিকেটকে বিদায় জানালেন ল্যানিং

এর মধ্যে দু’টি একদিনের বিশ্বকাপ এবং পাঁচটি টি ২০ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে গত বছর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।

Must read

মেলবোর্ন, ৯ নভেম্বর : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মেয়েদের ক্রিকেটের অন্যতম সফল তারকা মেগ ল্যানিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অধিনায়ক হিসাবে পাঁচটি বিশ্বকাপ জিতেছেন ল্যানিং। সব মিলিয়ে জিতেছেন সাতটি বিশ্বকাপ। এর মধ্যে দু’টি একদিনের বিশ্বকাপ এবং পাঁচটি টি ২০ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে গত বছর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-ভারতীয় পেস ত্রয়ীতে মুগ্ধ আক্রম-গিলক্রিস্ট

৩১ বছর বয়সি ল্যানিং বলেছেন, ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এবার অন্য কিছু করতে হবে। ক্রিকেট থেকে যা কিছু অর্জন করেছি, তা চিরদিন মনে থাকবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, বিশ্বের বিভিন্ন টি ২০ লিগে তিনি খেলবেন বলে জানিয়েছেন ল্যানিং।

আরও পড়ুন-৩৭৩ বছরের প্রাচীন কৃষ্ণানন্দের কালীপুজো ঘিরে উন্মাদনা

অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবথেকে বেশি আন্তর্জাতিক রানের রেকর্ড ল্যানিংয়ের দখলে। ২৪১টি ম্যাচে (৬টি টেস্ট, ১০৩টি ওয়ান ডে এবং ১৩২টি টি ২০) তিনি মোট ৮,৩৫২ রান করেছেন। ২০১৪ সাল থেকে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে মোট ১৮২টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

Latest article