নয়াদিল্লি, ২৫ অগাস্ট: চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং নিয়ে রীতিমতো বিরক্ত ব্রায়ান লারা। ক্যারিবিয়ান কিংবদন্তি কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, ক্রিজে গিয়ে পূজারা এতটাই মন্থর গতিতে ব্যাট করছেন যে, বিপক্ষ দল ঘাড়ে চেপে বসছে।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে লারার মন্তব্য, ‘‘পূজারা ক্রিজে গিয়ে লম্বা ইনিংস খেলতে পছন্দ করে। দীর্ঘক্ষণ ক্রিজ আকড়ে পড়ে থেকে বিপক্ষ বোলারদের ক্লান্ত ও হতাশ করতে চায়। তবে আমি যদি কোচ হতাম, তাহলে ওকে আরও বেশি শট খেলার পরামর্শ দিতাম। যাতে ওর স্ট্রাইক রেট আরও বাড়ে। তাতে পূজারা নিজে এবং ভারতীয় দলও উপকৃত হবে।’’
আরও পড়ুন : UNESCO আন্তর্জাতিক উৎসবের তালিকায় দুর্গাপুজো, আবেদন নবান্নের
পূজারার মন্থর ব্যাটিং দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি ইংল্যান্ড সফরে প্রথম দুটো টেস্টে ব্যাট হাতে হতাশ করেছেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান। চার ইনিংসে তাঁর মোট রান মাত্র ৭০। সর্বোচ্চ ৪৫ এবং গড ২৩.৩৩। তবে কঠিন সময়ে গোটা ভারতীয় শিবিরকে পাশে পাচ্ছেন পূজারা। অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে সাফ জানিয়েছেন, পূজারার ফর্ম নিয়ে দল চিন্তিত নয়। যদিও লারা বলছেন, ‘‘পূজারা যোগ্যতা নিয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। জানি ও এভাবেই ব্যাট করতে পছন্দ করে। গত অস্ট্রেলিয়া সফরেও এভাবে ব্যাট করে সাফল্য পেয়েছিল। তবে আমার ধারণা, ওর মন্থর ব্যাটিংয়ের সুযোগ নিয়ে বিপক্ষ দল ঘাড়ে চেপে বসছে। এতটাই ঢিমেতালে ব্যাট করছে যে, হঠাৎ করে আউট হয়ে গেলই ভারতীয় দল চাপে পড়ে যাচ্ছে।’’