নীল ম্যানচেস্টারের পথে সিআর সেভেন

Must read

তুরিন, ২৫ অগাস্ট: প্রায় এক যুগ পর প্রিমিয়ার লিগে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তবে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়। বরং চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির জার্সি গায়ে চাপাতে পারেন তিনি। জোর চর্চা জুভেন্তাস ছাড়তে চান পর্তুগিজ মহাতারকা।

আরও পড়ুন : পূজারার মন্থর ব্যাটিংয়ে বিরক্ত ক্যারিবিয়ান রাজপুত্র

এই জল্পনা আরও জোরালো হয়েছে সিরি এ-তে জুভের প্রথম ম্যাচের পর। সেদিন রোনাল্ডোকে শুরুতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এবার ইতালীয় সংবাদমাধ্যম দাবি করছে, ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে চলেছেন সিআর সেভেন। তাঁর এজেন্ট জর্জ মেন্ডিসের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে ম্যান সিটি কর্তৃপক্ষ। শুরুতে রোনাল্ডোকে পাওয়ার দৌড়ে পিএসজি আগ্রহ দেখালেও, লিওনেল মেসি টিমে যোগ দেওয়ার পর, রোনাল্ডোকে নিয়ে আগ্রহ হারিয়েছে ফরাসি ক্লাব। তবে সব কিছু ঠিক থাকলে, রোনাল্ডোর পরবর্তী গন্তব্য হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি।

আরও পড়ুন : UNESCO আন্তর্জাতিক উৎসবের তালিকায় দুর্গাপুজো, আবেদন নবান্নের  

তবে জুভেন্টাসের সঙ্গে এখনও আরও এক বছরের চুক্তি রয়েছে রোনাল্ডো। তাই পর্তুগিজ মহাতারকাকে পেতে গেলে প্রায় আড়াই কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে হবে ম্যান সিটিকে। প্রসঙ্গত, ম্যান ইউয়ের জার্সিতে টানা ছ’টি মরশুম দাপিয়ে খেলার পর, ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনাল্ডো।

Latest article