অভিমান ভুলে ফিরলেন দলে

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন লতিকারানি হালদার (Latika Rani Haldar)। শুক্রবার দুপুরে তিনি তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর বাড়িতে এসে দলে ফেরার অনুমতি চান। পুরভোটে না লড়ে ওই ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) প্রার্থীকে সমর্থন করে প্রচার চালাতেও চাইলেন। লতিকার বক্তব্য, একটা পরিবারে মান-অভিমান হয়েই থাকে। আমিও অভিমানেই নির্দল প্রার্থী হয়েছিলাম। ভুল বুঝতে পেরেছি। এলাকার মানুষকে বোঝাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলেই থাকছি। দলের প্রার্থী ইতু দাসকে সমর্থন করে তাঁর হয়ে প্রচারে পা মেলাব। বিধায়ক বলেন, লতিকা (Latika Rani Haldar) ও তাঁর স্বামী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। সামান্য মান-অভিমানের কারণে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এখন ভুল শুধরে ফিরে এসেছেন। দল তাঁকে স্বাগত জানাচ্ছে।

আরও পড়ুন: গ্রামীণ কাঁচা রাস্তা হল পাকা

Latest article