হাইকোর্টে আইনজীবীদের বাদানুবাদ

Must read

প্রতিবেদন : তুমুল বাকবিতণ্ডা এবং বিক্ষোভে সোমবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বর। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসপন্থী আইনজীবীরা। হাইকোর্টের (Calcutta High Court) মামলার সুনির্দিষ্ট তালিকার আচমকা বদলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তাঁরা। বিচারপতি মান্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁর বিচার্য বিষয় পরিবর্তনেরও দাবি ওঠে বিক্ষোভকারীদের মধ্যে থেকে। এইসময় আচমকাই সেখানে হাজির হয়ে তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে তুমুল বিতণ্ডা জুড়ে দেন সিপিএম এবং বিজেপি সমর্থক কিছু আইনজীবী। অভিযোগ করেন, তাঁদের কাজে ব্যাঘাত ঘটছে। এব্যাপারে তাঁরা বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানিয়ে দেন, এজলাসের বাইরে হলে আমার কিছু করার নেই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ৩ বিচারপতির কমিটিতে বিষয়গুলি জানান। নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলুন।

আরও পড়ুন: বিজেপিকেই দুষছেন তথাগত

Latest article