লক্ষ্মীর ভাণ্ডার আরও গতি আনার নির্দেশ

Must read

প্রতিবেদন : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও গতি আনার নির্দেশ দিল রাজ্য সরকার। যেসব আবেদনকারী বিভিন্ন নথিপত্রজনিত সমস্যার জন্য এখনও অনুমোদন পাননি আগামী মাসের মধ্যে তাঁদের এই প্রকল্পের আওতায় আনতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পাবেন। জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন যাঁদের তথ্য এখনও অসম্পূর্ণ রয়েছে চলতি মাসের মধ্যেই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তা সংশোধন করতে হবে। যাতে আগামী মাস থেকে আবশ্যিকভাবে তাঁরা এইসব প্রকল্পের সুবিধা পান।

আরও পড়ুন : শিশুদের কোভিড সুরক্ষায় তৎপর রাজ্য সরকার ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামাে

পাশাপাশি আগামী ১৬ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত যাঁরা দুয়ারে সরকার শিবির থেকে এই প্রকল্পে আবেদন করবেন তাঁদেরও আগামী মাস থেকেই প্রকল্পের আওতায় আনার কথা বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত এক কোটি ৩৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে ২৮ লক্ষ মহিলার আবেদন ব্যাঙ্কের তথ্য সংক্রান্ত গোলমালের জেরে আটকে রয়েছে। যা দ্রুত মঞ্জুর করার জন্য নির্দেশ দেওয়া হল প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। ইতিমধ্যেই ১ কোটি ৩৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে পেয়েছেন। বকেয়া টাকাও তাঁরা শীঘ্রই পেয়ে যাবেন।

Latest article