সংস্থার কর্মীদের জন্য ফের এক দুঃসংবাদ। তিন মাসের মধ্যেই ফের একবার বড় ধরনের ছাটাই করতে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। জানা গিয়েছে, দ্বিতীয় দফায় বেশ কয়েক হাজার কর্মী কর্মচ্যুত হতে পারেন। এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে গণছাঁটাই করেছিল সংস্থা। নভেম্বরে সংস্থার প্রায় ১১ হাজার কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-বাখমুটে ওয়াগনার
সংস্থার প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছেন, আয় কমার কারণেই কর্মী সংকোচনের সিদ্ধান্ত। সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই কর্মীদের সরিয়ে দেওয়া হবে। ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। চলতি মাসেই মেটার কর্মীরা বোনাস পেয়ে থাকেন। এবার সেই বোনাস তাঁরা পাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।