রাহুলকে নিয়ে এত মাতামাতি কেন? কংগ্রেস নেতার মন্তব্যে শোরগোল

Must read

প্রতিবেদন : রাহুল গান্ধী (Rahul Gandhi) কে? তাঁকে নিয়ে এত মাতামাতি করারই বা কী আছে? এই মন্তব্য বিজেপি বা অন্য কোনও দলের নেতার নয়, কংগ্রেসের শীর্ষনেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ সিংয়ের। পরিচয়ের দিক থেকে তিনি আবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী নেতা দিগ্বিজয় সিংয়ের ভাই। সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশ নির্বাচনে লজ্জার হার হয়েছে কংগ্রেসের। এরপরই ভোপালে এক সাংবাদিক বৈঠকে লক্ষ্মণ সিংয়ের এমন মন্তব্যে শুরু হয়েছে শোরগোল।
নায় কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্মণ। সেখানেই সাংবাদিকরা জানতে চান, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সংসদে বলতে দেওয়া হচ্ছে না। অথচ কংগ্রেস এর বিরুদ্ধে কোনও আন্দোলন করছে না! জবাবে ওই কংগ্রেস নেতা বলেন, রাহুল গান্ধী কে, যে তাঁকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না বলে দল প্রতিবাদে আন্দোলনে নামবে! রাহুল গান্ধী শুধু একজন সাংসদ। দলের সভাপতিও নন। একজন কর্মীমাত্র। তাছাড়া আর কিছুই নন। এরপরই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কিংবা আমাদের, কারওরই ওঁকে এতটা গুরুত্ব দেওয়া উচিত হয়। কংগ্রেসের বাকি সাংসদদের মতোই তিনিও আরেকজন। কেউ জন্ম পরিচয়েই বড় নেতা হয়ে যায় না। কাজের মধ্যে দিয়ে হয়। আর আমি রাহুল গান্ধীকে বড় নেতা বলে মানতে পারছি না। খুব সাধারণ একজন সাংসদ। আপনারা ওঁকে কতটা গুরুত্ব দেবেন, তাতে কিছু আসে যায় না। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ সিংয়ের এই বিস্ফোরক মন্তব্যে কংগ্রেসের অন্দরেই শুরু তুলকালাম।

আরও পড়ুন- বিজেপিকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে মোদিকে তোপ দলের

Latest article