বঙ্গ

বিজেপিকে দুরমুশ করতে নেত্রীর দাওয়াই, উজ্জীবিত জেলা নেতৃত্ব

প্রতিবেদন : লোকসভা নির্বাচনই পাখির চোখ। দুরমুশ করতে হবে বিজেপিকে৷ তাই এখন থেকে দলের সাংগঠনিক দিক চাঙ্গা করতে বৈঠক শুরু করে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, বুধবার প্রথম বৈঠকটি করলেন পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে৷ জেলা নেতৃত্বকে নেত্রীর স্পষ্ট নির্দেশ, বুথওয়ারি কর্মসূচি নিতে হবে৷

আরও পড়ুন-দিনের কবিতা

মানুষের বাড়ি বাড়ি যেতে হবে৷ রাজ্য সরকারের উন্নয়নকে যেমন তুলে ধরতে হবে, তেমনই একইসঙ্গে মানুষকে বোঝাতে হবে বাংলার জন্য, দেশের জন্য বিজেপি ও তাদের সাম্প্রদায়িক রাজনীতি কতটা ভয়ঙ্কর৷ ধর্মকে সামনে রেখে বিজেপির যে বিভাজনের রাজনীতি তাকে বাংলায় আমরা প্রতিহত করেছি৷ লোকসভা নির্বাচনে ফের করতে হবে৷ এদিন, নেত্রী ছাড়াও বৈঠকে দিকনির্দেশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও জেলা নেতৃত্বকে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়েছেন৷

আরও পড়ুন-বিচারপতিদের মুখে লাগামের আর্জি, সুপ্রিম কোর্টে অভিষেক

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, নিজেদের মধ্যে সবকিছু ভুলে একযোগে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে৷ দলে কোনও বিষয়ে কারও ভিন্ন মত থাকতে পারে৷ কিন্তু কোনও অবস্থাতে তা নিয়ে বাইরে মুখ খোলা চলবে না৷

আরও পড়ুন-গঙ্গার জলে এবার প্রতিদিন ধুয়েমুছে যাবে মহানগরীর ধুলোর পাহাড়

দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে সবাইকে৷ বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়া বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বাংলার বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে, বাংলার অর্থনীতিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, অঞ্চলে, হাটে-বাজারে আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে হবে৷ লোকসভা নির্বাচনে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না৷ লড়াই হবে তীব্র থেকে তীব্রতর৷ মানুষের সামনে তুলে ধরা হবে কীভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বিজেপি সরকার আটকে রেখেছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তাঁর নবজোয়ার কর্মসূচির অভিজ্ঞতার কথা ভাগ করে নেন৷ নেত্রীও বিজেপির এক একটি জনবিরোধী বিষয়কে তুলে ধরে বুঝিয়ে দেন মিটিংয়ে-মিছিলে কীভাবে এগুলিকে মানুষের সামনে আনতে হবে৷

আরও পড়ুন-ছবি যখন সামনে জেরা করা হোক গদ্দারকে

তাই দলকে এখন থেকেই রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার সর্বস্তরের নেতা-নেত্রী ও সাংগঠনিক পদাধিকারীদের নেত্রীর স্পষ্ট নির্দেশ, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখেই এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামতে হবে। অজিত মাইতি, সাংসদ দেব, বিধায়ক জুন মালিয়া, মন্ত্রী মানস ভুঁইয়া-সহ জেলার সব বিধায়ক ও সংগঠনের নেতৃত্বকে একে অপরের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কি না সেদিকে নজর রাখতে বলেছেন। বিশেষ করে আদিবাসী ও জনজাতি গোষ্ঠী এলাকায় আরও বেশি করে জনসংযোগ করতে বলা হয়েছে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

14 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

34 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago