গঙ্গার জলে এবার প্রতিদিন ধুয়েমুছে যাবে মহানগরীর ধুলোর পাহাড়

শহরবাসীকে ঝকঝকে তিলোত্তমা উপহার পুরসভার

Must read

প্রতিবেদন : গঙ্গার জলে ধুলোর আস্তরণ মুছে শহরবাসীকে ঝকঝকে পরিষ্কার কলকাতা (Kolkata) উপহার দেবে পুরসভা। গাড়িতে করে বিশেষ স্প্রে মেশিনের সাহায্যে গঙ্গার জল দিয়ে শহরের রাস্তাঘাট, গাছপালা, বাগান, গাড়ি থেকে ধুলোর পাহাড় ধুয়েমুছে সাফ করার উদ্যোগ নিয়েছে পুরসভার জল-নিকাশি বিভাগ। এই মুহূর্তে সেই নিয়েই প্রস্তুতি তুঙ্গে। আগামী ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে। দিনের পর দিন ধোঁয়া ও ধুলোয় ঢেকে ধূসর হয়ে উঠছে কলকাতা। বিশেষ করে শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্য রাস্তাঘাট ও গাছপালায় মোটা ধুলোর আস্তরণ পড়ে। তার সঙ্গে রয়েছে শহর জুড়ে গাড়ি ও বহুতল নির্মাণের বালি-সিমেন্টের ধূলিকণা। এই পরিস্থিতিতে শহরের (Kolkata) সৌন্দর্যায়নের অংশ হিসেবে গঙ্গার জল ব্যবহার করে শহর সাফাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নিয়ে জল-নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, মায়ের ঘাট, দইঘাট ও নর্থপোর্ট থেকে পুরসভা যতটা গঙ্গার জল তোলে, সেই জল পুরোপুরি ব্যবহার হয় না। আমি নিজে দইঘাটে গিয়ে দেখে এসেছি, একদম পরিষ্কার জল। সেই বাড়তি জল দিয়েই শহর ধোয়ানো হবে। এই বিশাল কর্মকাণ্ডকে খুব দ্রুত শুরু করতে চায় পুরসভা। সে জন্য ১৫ বছরের পুরনো বাতিল হয়ে যাওয়া পুরসভার জলের গাড়িগুলির মধ্যে একটিকে ব্যবহার করা হবে বলে জানান মেয়র পারিষদ। করোনাকালে রাস্তাঘাট স্যানিটাইজেশনের জন্য ব্যবহৃত স্প্রে মেশিনের মতো একটি যন্ত্র ওই গাড়ির ছাদে বসিয়ে গোটা শহরের রাস্তাঘাট, গাছপালা ইত্যাদি সাফ করা হবে। তারক সিং জানান, রাতের বেলায় এই কাজ করা হবে। ফলে সকালে উঠে একটা স্বচ্ছ ও নির্মল কলকাতা পাবে শহরবাসী। আপাতত গঙ্গার জল দিয়ে এই কাজ করা হলেও দ্রুত নিকাশি জল পরিস্রুত করে তা দিয়েই শহর সাফাইয়ের পরিকল্পনা রয়েছে পুরসভার। সে জন্য নিকাশি বিভাগের তরফে আইআইটি খড়গপুরের পরীক্ষাকেন্দ্রে কলকাতার সাদার্ন অ্যাভিনিউ পাম্প সাম্প, মুকুন্দপুর খাল ও বানতলা লেদার কমপ্লেক্সের নিকাশি জলের পরীক্ষা করানো হয়েছে। মঙ্গলবার সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে নিকাশি বিভাগ। মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই রিপোর্ট জমাও দিয়েছেন মেয়র পারিষদ তারক সিং। আইআইটি খড়গপুরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর নিকাশি জল পরিস্রুত করে শহর সাফাইয়ের পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা।

আরও পড়ুন- বইমেলা উপলক্ষে দুশো বিশেষ বাস নামাচ্ছে রাজ্য পরিবহণ দফতর

Latest article