বইমেলা উপলক্ষে দুশো বিশেষ বাস নামাচ্ছে রাজ্য পরিবহণ দফতর

Must read

প্রতিবেদন : কলকাতা বইমেলা (Kolkata Book Fair) উপলক্ষে এবারে ২০০ বিশেষ বাস রাস্তায় নামাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। পাশাপাশি থাকছে বিশেষ অ্যাপ ক্যাব পরিষেবাও। বেলা ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ পরিবহণ পরিষেবা। এর চূড়ান্ত রূপরেখা স্থির করতে বুধবার এক জরুরি বৈঠক ডাকেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বইমেলার (Kolkata Book Fair) আয়োজক বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে, পরিবহণ সচিব সৌমিত্র মোহন এবং বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। বৈঠকের পরে পরিবহনমন্ত্রী জানালেন, হাওড়া, শিয়ালদহ, বারাসত, ডানকুনি-সহ শহর এবং শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিলবে বিশেষ বাস। করুণাময়ী বাসস্ট্যান্ডে থাকবে ফেরার পর্যাপ্ত বাস। এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে অটোর উপরে। পর্যপ্ত সংখ্যার অটো তো থাকছেই, সেইসঙ্গে সুনির্দিষ্ট ভাড়াও স্থির করে দিচ্ছে সরকার। গতবারে ভাড়া নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। এবারে যাতে তার পুনরাবৃত্তি না হয় তার জন্য নেওয়া হচ্ছে আগাম ব্যবস্থা।

আরও পড়ুন- ছবি যখন সামনে জেরা করা হোক গদ্দারকে

Latest article