ফাঁস হল বিজেপির বাংলাভাগের গোপন চক্রান্ত

অনন্তর সঙ্গে লুকিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ

Must read

প্রতিবেদন : বিজেপির বাংলাভাগের (Division of Bengal- BJP) চক্রান্ত ফাঁস হয়ে গেল। বাংলাভাগের পক্ষে বারবার গলা তুলেছেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। তাঁর সঙ্গে রবিবার গোপনে চক্রান্তের বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। প্রায় ৪০ মিনিট বৈঠকের পর অনন্তর বক্তব্য, তাঁর দাবি মেনে নিয়েছে বিজেপি। যদিও বাকি তিনজন কোনও মন্তব্য করেননি। চক্রান্তে উসকানি দিয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেছেন, উত্তরবঙ্গের উপর চিনের নজর রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল করলে সুরক্ষা ভাল হবে। অনেক আগেই একটি সর্বভারতীয় সংবাদপত্র খবর ফাঁস করে বলেছিল, উত্তরবঙ্গের কিছু জেলা, বিহার ও অসমের কিছু অংশ জুড়ে আলাদা রাজ্য (Division of Bengal- BJP) করার চক্রান্ত করছে বিজেপি। সে নিয়েই দলের বিরুদ্ধাচারণ করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোট এলে কিছু দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়। কিন্তু নির্বাচন মিটে গেলে যে যার মতো চলে। চক্রান্তের বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়েছে, বিজেপি দিবাস্বপ্ন দেখছে বাংলাভাগ নিয়ে। তৃণমূল তো প্রতিরোধ তৈরি করবেই। উত্তরবঙ্গের মানুষ জীবন দিয়ে বাংলাকে অটুট রাখবেন। ভোটে বারবার হেরে নতুন নতুন চক্রান্ত করে বিজেপি। এই চক্রান্তও ব্যর্থ হবে।

আরও পড়ুন-কর্মযজ্ঞের মধ্যেই অভিষেককে শুভেচ্ছা তৃণমূল পরিবারের

Latest article