হেরেই অবসরের ইঙ্গিত লেব্রনের

Must read

লস অ্যাঞ্জেলস, ২৪ মে : এনবিএ মানচিত্র থেকে রত্ন খসে পড়ার আশঙ্কায় বাস্কেটবলপ্রেমীরা। আশঙ্কা এইজন্য যে, লেব্রন জেমস (LeBron James) খেলা ছাড়ার কথা ভাবছেন। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা আইকন তিনি। ফলে তিনি অবসর নিলে আকর্ষণ হারাবে এনবিএ।
কনফারেন্স ফাইনালে ডেনভার নাগেটস-এর কাছে ০-৪ হেরেছে লস অ্যাঞ্জেলস লেকার্স। এরপরই লেব্রন বলেছেন, তিনি অবসরের কথা ভাবছেন। কিন্তু হারের ম্যাচেও তিনি ৪০ পয়েন্ট স্কোর করেছেন। ফলে ৩৮ বছরের তারকা ফর্ম হারিয়েছেন, এমন বলা যাবে না। লেকার্স কর্তৃপক্ষ লেব্রনের সঙ্গে কথা বলবে ঠিক করেছে। তাঁকে খেলা না ছাড়তে অনুরোধও করা হবে।
লেকার্স কোচ রব পেলিনকা বলেছেন, তাঁরা তাঁদের সুপারস্টার প্লেয়ারকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করবেন। তবে লেব্রনের অবসর নেওয়ার পূর্ণ অধিকার আছে বলেও জানিয়েছেন লেকার্স কোচ। গত অগাস্টে দু’বছরের চুক্তি বৃদ্ধি করেছিলেন লেব্রন (LeBron James)। তারপরও এই মনোভাব অবাক করছে সবাইকে। ফলে লেকার্স দ্রুত কথা বলতে চায় তাঁর সঙ্গে।
তবে পেলিনকার মতো অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে এনবিএ-তে খেলার পর লেব্রন হয়তো একঘেয়েমির শিকার হয়েছেন। তবে তাঁকে সাহায্য করার মতো সাপোর্ট টিম রয়েছে লেকার্সের। আর পরের মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন লেকার্স কোচ। বলেছেন এজন্য সবরকম প্রয়াস থাকবে।

আরও পড়ুন- মোদি সরকারের বিরোধিতায় আপের পাশে এবার উদ্ধবও

Latest article