নয়াদিল্লি, ১৭ মে : প্রতিদ্বন্দ্বীর প্রতি নিজের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। তাই শচীন তেন্ডুলকরের অটোগ্রাফ নেননি ব্রেট লি। এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার নিজেই। ১৯৯৯ সালে প্রথমবার শচীনের মুখোমুখি হয়েছিল লি। সফরকারী ভারতীয় দলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী একাদশের হয়ে তিনদিনের অনুশীলন ম্যাচ খেলছিলেন।
আরও পড়ুন-প্যারা গেমস স্থগিত
সেখানেই তাঁর সমানে সুযোগ ছিল শচীনের অটোগ্রাফ নেওয়ার। লি-র স্মৃতিচারণ, ‘‘যখন ক্রিজে এল, তখন মনে হল গ্রেট শচীন তেন্ডুলকর আমার সামনে। ইচ্ছে হচ্ছিল, বলটা ওঁর দিকে এগিয়ে দিয়ে বলি একটা অটোগ্রাফ করে দিন। কিন্তু পরে মনে হল সেটা ঠিক হবে না। আমার সম্পর্কে শচীনের প্রথম ধারণাটা ভাল হবে না।’’ মজার কথা, ওই ম্যাচে লি-র বলেই আউট হয়েছিলেন শচীন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও মাস্টার-ব্লাস্টারকে গুনে গুনে ১৪ বার আউট করেছেন অস্ট্রেলীয় পেসার। রেকর্ড বলছে, লি-র থেকে বেশিবার শচীনকে আউট আর কোনও বোলার করতে পারেননি।