বীরভূমে ভার্চুয়াল উদ্বোধন হল তিনটি প্রকল্পের, মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলল সেতু

প্রায় পৌনে এক কিমি এই রাস্তা বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদ, এই তিন জেলাকে যুক্ত করল। প্রায় ৫০ কোটি টাকায় এই সেতু নির্মাণ হয়।

Must read

সংবাদদাতা, বীরভূম : মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়াল মোডে অন্যান্য প্রকল্পের সঙ্গে বীরভূমের তিন-তিনটি প্রকল্পের উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার বাহিনা মোড় থেকে মুর্শিদাবাদ জেলার আন্দি (ভায়া কামরাঘাট ও হাজিপুর) পর্যন্ত ২২.৩৫ কিমি দীর্ঘ সড়কের প্রশস্তকরণ এবং দৃঢ়করণ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, হাঁসনের বিধায়ক অশোক ভট্টাচার্য, রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভাস প্রমুখ।

আরও পড়ুন-শচীনের অটোগ্রাফের লোভ সামলেছিলেন লি

একইভাবে জেলাবাসীর জন্য মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন পানাগড়-ইলামবাজার রাস্তার ২২ কিমিতে অজয় নদের ওপর ৫৮৬ মিটার দীর্ঘ দুই লেন বিশিষ্ট সেতু। উপস্থিত ছিলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, জেলাশাসক বিধান রায়, বীরভূম আরক্ষাধ্যক্ষ নগেন্দ্রনাথ ত্রিপাঠী। এই সেতু বীরভূম জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোকে জুড়বে। বীরভূমবাসীর কাছে এটি বিরাট পাওনা।

আরও পড়ুন-প্যারা গেমস স্থগিত

এদিন লাভপুরের কুঁয়ে নদীর উপর কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত লাঘাটা সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক নীলাবতী সাহা, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিংহ প্রমুখ। এই সেতু না থাকায় মানুষের দুর্ভোগ ছিল সেই ব্রিটিশ আমল থেকে। লাভপুর এলাকার ২১৭টি গ্রাম উপকৃত হবে। প্রায় পৌনে এক কিমি এই রাস্তা বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদ, এই তিন জেলাকে যুক্ত করল। প্রায় ৫০ কোটি টাকায় এই সেতু নির্মাণ হয়। সেতু পেয়ে খুশি স্থানীয় মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Latest article