কান্দির তিন স্বাস্থ্যকেন্দ্রে, বাড়ছে ৩০টি করে শয্যা

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে প্রথম থেকেই তৎপর হয়েছে রাজ্য সরকার।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে প্রথম থেকেই তৎপর হয়েছে রাজ্য সরকার। এবার কান্দি মহকুমা এলাকায় একটি গ্রামীণ হাসপাতাল ও দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো বাড়ানো হচ্ছে। তিনটি জায়গাতেই হবে অতিরিক্ত ৩০ শয্যার ভবন। ওই শয্যাগুলি স্থায়ী কোভিড ইউনিট হিসেবে ব্যবহৃত হবে। সম্প্রতি স্বাস্থ্য দফতর প্রতিটির জন্য প্রায় এক কোটি টাকা করে বরাদ্দ করেছে।

আরও পড়ুন-বীরভূমে ভার্চুয়াল উদ্বোধন হল তিনটি প্রকল্পের, মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলল সেতু

কান্দি মহকুমার গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ভরতপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসালয়গুলি তৈরি হবে। গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রে বরাদ্দ হয়েছে ৯৬ লক্ষ ৫৯ হাজার ৮১৯ টাকা, সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৯৫ লক্ষ ৪৮ হাজার ৮৬ টাকা এবং ভরতপুর গ্রামীণ হাসপাতালের জন্য ৯৬ লক্ষ ৮৬ হাজার ৬৪২ টাকা। কান্দির এসসিএমওএইচ প্রণব মজুমদার বলেন, তিনটি জায়গার প্রতিটিতে ৩০টি করে শয্যা বাড়ানো হবে। ওই তিনটি চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট ব্লক এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা। কোভিডের সময়ে প্রচুর বাসিন্দা করোনা-আক্রান্ত হন।

আরও পড়ুন-শচীনের অটোগ্রাফের লোভ সামলেছিলেন লি

কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, করোনা-কালে প্রতিটি ব্লক এলাকায় কোভিড হাসপাতাল তৈরির দাবি করেছিলাম। রাজ্য সরকার তাতে সাড়া দিয়ে তিনটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য অর্থ বরাদ্দ করেছে। করোনা প্রকোপ কমে যাওয়ায় সেগুলি সাধারণ রোগীদের জন্য ব্যবহার করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Latest article