‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতান’ ভবানীপুরবাসীর কাছে আর্জি প্রবীণ বামনেতার

Must read

প্রতিবেদন : ভবানীপুর উপনির্বাচনের বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে ছিল তৃণমূলের কেন্দ্রীয় কর্মিসভা। যেখানে উপস্থিত ছিলেন খোদ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, অরূপ বিশ্বাস, মদন মিত্র, জাভেদ খান, বৈশ্বনর চট্টোপাধ্যায় সহ দলের প্রথমসারির নেতৃত্ব।

আর এই সবকিছুর মাঝেই দলের কর্মিসভার মঞ্চে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মঞ্চে দেখা গেল প্রাক্তন বাম নেতা বাদল চট্টোপাধ্যায়। বয়স ৮৪। নিজের ভাষণে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ডাক দিলেন।

আরও পড়ুন : দুর্গাপুজোয় অনুদান নিয়ে বিজেপির অভিযোগকে তুলোধোনা ব্রাত্যর

বয়সের ভারে ভাঙা গলাতেই তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান করেন। মঞ্চে উঠে হাতজোড় করে তৃণমূল নেত্রীকে সৌজন্য প্রণাম জানান প্রাক্তন বামনেতা। একইভাবে বর্ষীয়ান রাজনীতিবিদ সৌজন্য দেখাতে এগিয়ে আসেন তৃণমূল নেত্রীও। বাদলবাবুর হাত ধরে তাঁর স্বাস্থ্যের খবর নেন মুখ্যমন্ত্রী।

নিজের উদ্যোগে সংক্ষিপ্ত বক্তব্যে বাদল চট্টোপাধ্যায় বলেন,
“আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন। উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন তাঁকে নিজের রাজনৈতিক যোগ্যতা প্রমাণে লড়াই করতে হবে? তাঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।”

Latest article