মৌসুমি ঝড়ে উড়ল বামেরা

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ৪১ বছর ধরে ওয়ার্ড আঁকড়ে থেকেও হয়নি উন্নয়ন। পুরভোটে তার জবাব দিলেন মানুষ। উন্নয়নের পক্ষে রায় দিলেন বাসিন্দারা। আলিপুরদুয়ার শহরের তিন নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মৌসুমি বাগচি বিশ্বাস। জয়ের পরই এলাকার উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকলেও ছিটেফোঁটা উন্নয়ন হয়নি এই ওয়ার্ডে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। অল্প বৃষ্টিতেই যা জলাশয়ের চেহারা নেয়। নিকাশি নালার জল সারা বছর উপচে পড়ে রাস্তায়। অনুন্নয়নের ফল কী হতে পারে এবার মানুষ দেখিয়ে দিলেন বামেদের। বিরাট ব্যবধানে এই ওয়ার্ডের বাসিন্দারা ভোটে জিতিয়েছেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী মৌসুমিকে।

আরও পড়ুন – দুই জায়ান্ট কিলার

ভোটে জিতে মৌসুমি এখনও শপথও নেননি, কিন্তু জেতার পর প্রতিদিনই ঘুরে বেড়াচ্ছেন তাঁর ওয়ার্ডের আনাচে কানাচে। ঘুরে ঘুরে কোন কাজগুলো আগে করতে হবে তা নিয়ে কথা বলছেন এলাকার বাসিন্দাদের সঙ্গে । মৌসুমি বলেন, ‘‘আগে রাজনৈতিক দলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। মানুষ ভরসা করেছেন, আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক করব।’’

Latest article