দুই জায়ান্ট কিলার

Must read

সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : ‘জায়ান্ট কিলার’। কাঁথি পুরভোটের ফল ঘোষিত হতেই, দুই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামের সঙ্গে এমন বিশেষণই জুড়ে গেল। প্রথমজন রিনা দাস। কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী।

উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক তথা কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার বিজেপির সুমিতা সিংহকে ৭৭ ভোটে হারিয়েছেন। ৯৩ সালে রাজনীতি শুরু করলেও, এবারই প্রথম তৃণমূলের (Trinamool Congress) টিকিটে লড়লেন। মাকে নিয়ে ১১ নম্বর ওয়ার্ডে থাকেন। সারা বছরই থাকেন মানুষের পাশে। ৬ নম্বর ওয়ার্ডের টিকিট পেয়ে এবং উল্টোদিকে হেভিওয়েট বিধায়ককে দেখে একটুও ভয় পাননি। জানালেন, ‘লড়াইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প আমার জয়ের ক্ষেত্রে বড় সাহায্য করেছে।’

আরও পড়ুন – মুক্ত সচিব, পড়ুয়ারা জলেই

প্রথমবার নেমেই কাঁথি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলর বিজেপির বনশ্রী মাইতিকে হারিয়েছেন আরেক তৃণমূল (Trinamool Congress) নেত্রী লীনা দাস মহাপাত্র। জিতেছেন ৪৫৪ ভোটে। পালপাড়া কলেজে ছাত্র রাজনীতির অভিজ্ঞতাকে হাতিয়ার করে নীলা ভোটে নেমেছিলেন। পুরোপুরি গৃহবধূ। জয়ের পর জানালেন, ‘ভোটের ময়দানে প্রথম। অভিজ্ঞ প্রাক্তন বিধায়ককে এত সহজে হারিয়ে দেব, ভাবতে পারিনি। মানুষ আশীর্বাদ করেছেন। দায়িত্ব অনেক বাড়ল। সবাইকে নিয়ে কাজ করতে হবে।’

Latest article