সংসদে সাসপেনশনের প্রতিবাদে আইনি লড়াই?

অনির্দিষ্টকালের জন্য একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করে রাখার বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের ভাবনাচিন্তা শুরু করেছে বিরোধী শিবির।

Must read

প্রতিবেদন : চলতি বাদল অধিবেশনে বিরোধীস্বর দমন করতে দমননীতি চালিয়েছেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান। একই ধরনের অভিযোগে বেছে বেছে ইন্ডিয়া জোটের সাংসদদের সাসপেন্ড করা হলেও ছাড় দেওয়া হয়েছে বিজেপি সাংসদদের। ইন্ডিয়া নিয়ে সরকারপক্ষ কতটা চাপে, এইসব সাসপেনশনের ঘটনাই তার প্রমাণ। অনির্দিষ্টকালের জন্য একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করে রাখার বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের ভাবনাচিন্তা শুরু করেছে বিরোধী শিবির।

আরও পড়ুন-বুলডোজার নীতির সমালোচনায় চন্দ্রচূড়

এবারের বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে দুই কক্ষের একাধিক বিরোধী দলের সাংসদকে। এই সংসদরা আবার একাধিক সংসদীয় কমিটির চেয়ারম্যান অথবা সদস্য। অন্যায় সাসপেনশনের ফলে সংসদীয় কমিটিগুলির কাজ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাসপেন্ড হওয়া সদস্যদের মধ্যে আছেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী, রাজ্যসভার আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডা। অধিবেশনের শুরুতেই সাসপেন্ড হন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং। এ ছাড়া সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদীয় কমিটির দায়িত্ব ছেড়েছেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য জয়রাম রমেশও। স্বাধিকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে অধীর চৌধুরী এবং রাঘব চাড্ডাকে। সংসদীয় কোনও কাজেই তাঁরা যোগ দিতে পারবেন না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা সাসপেনশন নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি মোদি সরকার।

আরও পড়ুন-উত্তরে গঙ্গার জলস্তর ছাড়িয়ে গেল বিপদসীমা

ইতিমধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে সংসদীয় কমিটিগুলিকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। সাসপেন্ড হওয়া সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। এ ছাড়া আরও কয়েকটি কমিটির সদস্যপদে রয়েছেন তিনি। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে সাসপেন্ড করা হয়েছে। তিনিও অর্থনৈতিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন। এদিকে বন সংরক্ষণ বিল, অনুসন্ধান এবং রিসার্চ বিল এবং বায়োডাইভারসিটি বিল সংসদীয় কমিটির রিপোর্ট এড়িয়ে পাশ করানোয় পদত্যাগ করেছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশও।

Latest article