উত্তরে গঙ্গার জলস্তর ছাড়িয়ে গেল বিপদসীমা

চামোলি জেলায় পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। অলকানন্দার শাখা নদী পিন্ডার, নন্দকিনী এবং বিরহীও প্লাবিত হয়েছে।

Must read

প্রতিবেদন : বৃষ্টি ও ধসে বিধ্বস্ত উত্তর ভারতের দুই রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। প্রাণহানির সংখ্যা বাড়ছে দু রাজ্যেই। এরমধ্যে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ ছড়াল। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে— রুদ্রপ্রয়াগ, শ্রীনগর এবং দেবপ্রয়াগে ক্রমশ জলস্তর বাড়ছে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর। হৃষীকেশে বিপদসীমা ছাড়িয়েছে গঙ্গা। ফলে নতুন করে বিপর্যয়ের শঙ্কা বাড়ছে উত্তরাখণ্ডে। প্রাকৃতিক দুর্যোগের জেরে শুধু হিমাচলেই ৬০ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ড থেকেও মিলেছে মৃত্যুর খবর।

আরও পড়ুন-নির্বাচনী ফলে কারচুপি! মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের

মৌসম ভবন হরিদ্বারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হরিদ্বার এবং হৃষীকেশে। এখানে গঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গঙ্গার জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার ফলে বহু এলাকা প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই অসংখ্য মানুষ ঘরছাড়া। দেরাদুন, টিহরি, পৌড়ী, উধম সিংহ নগর, নৈনিতাল, চম্পাবতে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। চামোলি জেলায় পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। অলকানন্দার শাখা নদী পিন্ডার, নন্দকিনী এবং বিরহীও প্লাবিত হয়েছে।

Latest article