নয়া প্রকল্প দুয়ারে শাড়ি গরিবরা পাবেন সস্তা দরে

এ ছাড়াও সুতির গামছা, লুঙ্গি, মেয়েদেরও কিছু জিনিসপত্র রাখা হবে ভ্রাম্যমাণ গাড়িতে। সেই গাড়ি চক্কর দেবে গোটা এলাকায়।

Must read

সংবাদদাতা, কাটোয়া : এবার ফেরিওয়ালার ভূমিকায় দেখা যাবে মন্ত্রী স্বপন দেবনাথকে। প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনকে উৎসবের মরশুমে নতুন বস্ত্র পরানোর সঙ্কল্পের কথা ঘোষণা করে সাফ জানালেন, ‘পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে শাড়ি, লুঙ্গি, গামছা, স্টোল নিয়ে হাজির হব।’ দুয়ারে সরকার কর্মসূচির মতো এই প্রকল্পের নামকরণ করেছেন ‘দুয়ারে শাড়ি’।

আরও পড়ুন-স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে মার্কিন-বার্তা

তিনি জানালেন, শাড়ির দর গরিবের নাগালের মধ্যে থাকবে। মিলবে মাত্র ৭০ টাকা থেকে ২২০ টাকায়। নিজেদের উদ্যোগেই এই কর্মসূচি বলে এদিন তিনি জানান। দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড় কেনার ধুম। অনেকে অবশ্য অর্থের অভাবে তা কিনে উঠতে পারেন না। তাই এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে-পড়া মানুষজনের কথা ভেবে একেবারে সস্তায় শাড়ি আনতে চলেছেন বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন-নির্বাচনী ফলে কারচুপি! মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের

এ ছাড়াও সুতির গামছা, লুঙ্গি, মেয়েদেরও কিছু জিনিসপত্র রাখা হবে ভ্রাম্যমাণ গাড়িতে। সেই গাড়ি চক্কর দেবে গোটা এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ‘দুয়ারে শাড়ি’ লেখা সেই গাড়িতে বসেই নিজের বিধানসভা এলাকায় ‘বস্ত্র ফেরি করবেন’ বলে জানান স্বপন। মানুষ সস্তায় তাঁতের শাড়ি পরুক চান স্বপন। সবকিছু ঠিকঠাক থাকলে দিন পনেরো বাদেই ‘দুয়ারে শাড়ি’র গাড়ি এসে হর্ন দেবে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার রাস্তাঘাটে।

Latest article