কলকাতায় প্রয়াত কিংবদন্তি পরিচালক কুমার সাহানি

১৯৬৯ সালে বিখ্যাত ফরাসি পরিচালক রবার্ট ব্রেসনের ‘অ্যা জেন্টাল ক্রিয়েটার’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি।

Must read

প্রয়াত কিংবদন্তি পরিচালক কুমার সাহানি (Kumar Sahani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতের আর্ট হাউস ছবির পথিকৃৎ বলা হত তাঁকে। ‘মায়া দর্পন’, ‘তরঙ্গ’-এর মতো বেশ কিছু ছবির পরিচালক ছিলেন তিনি। একসময়ে ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্র ছিলেন তিনি। সূত্রের খবর, শনিবার রাতে কলকাতাতে মৃত্যু হয় কুমার সাহানির। কুমার সাহানি ১৯৪০ সালে অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, বর্তমানে যেটা পাকিস্তানে রয়েছে সেখানে জন্মগ্রহণ করেন। দেশভাগের সময় তিনি মুম্বই যান। সেখানেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এরপর পুণে ফিল্ম ইনস্টিটিউট(FTII) থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেন তিনি। সেখানে ঋত্বিক ঘটকের ছাত্র ছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি ফ্রান্সে পড়াশোনার জন্য ফরাসি সরকারের বৃত্তি লাভ করেন। সেখানে সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

আরও পড়ুন-রামমন্দির দর্শনে হোটেল বুকিংয়ে প্রতারণা, বিপাকে পুণ্যার্থীরা

১৯৬৯ সালে বিখ্যাত ফরাসি পরিচালক রবার্ট ব্রেসনের ‘অ্যা জেন্টাল ক্রিয়েটার’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি। ১৯৭২ সালে তাঁর কর্মজীবনে প্রথম বড় দৈর্ঘ্যের ছবি ‘মায়া দর্পণ’ বানাতে দেশে ফিরে আসেন কুমার সাহানি। পরের ছবি ‘তরঙ্গ’ বানাতে টাকা জোগাড় করতে বারো বছর অপেক্ষা করেন তিনি। কুমার সাহানি পরিচালিত ‘খেয়াল গাথা’, ‘কসবা’. ‘চার অধ্যায়’ বিখ্যাত ছবিগুলি মানুষের মনে দাগ কেটেছে।

 

Latest article